এস এম বাবুল আক্তার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ারর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম এর উপ পরিদর্শক আরিফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার বিকেলে ভেড়ামারা উপজেলায় চকভেড়ামারা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৃত আব্দুর রহিমের ছেলে ফরিদুল ইসলাম( ৪০), শরীফ সরদার এর ছেলে শুভ আলী (৩৪) অবৈধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট সেবনের সময় আটক করে। এদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মাস ও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন ।
অপরদিকে সোমবার সকালে দৌলতপুর উপজেলার হোগলবাড়ী ইউনিয়নের চামনাই গ্রামের আমিরুল ইসলাম (৫৮) ৫ গ্রাম গাজা সহ আটক করে। এবং একই গ্রামের মিরাজ আলীর ছেলে হৃদয় আলী (২১) কে ২০ পিচ অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট সহ আটক করে কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইকবাল হোসেন বাদি হয়ে দৌলতপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেন মামলা নম্বর- ২৪ এবং ২৫ তারিখ ১৩/১০/২৫। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা জানান মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.