সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার সাথিয়া উপজেলার মাধপুর বাজারে মেয়াদহীন ঔষধে কলমের কালি দিয়ে মেয়াদ বাড়ানো এবং অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৩ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ‘মা ফার্মেসি’ নামের একটি ঔষধের দোকানে মেয়াদহীন ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল রাখা এবং কলমের কালি দিয়ে মেয়াদ বাড়ানোর প্রমাণ মেলে। এসময় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বাজারের দুটি মুদির দোকানে ভাউচার ছাড়াই অতিরিক্ত দামে খোলা বোতলের তৈল বিক্রি করায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের একটি হোটেলে জিলাপিতে হাইড্রোজ ব্যবহার করায় আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট চারটি প্রতিষ্ঠান থেকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান শেষে সহকারী পরিচালক মো. মাহমুদ হাসান রনি বলেন, “ঔষধে কলমের কালি দিয়ে মেয়াদ বাড়ানো—এমন ঘটনা আগে কখনো দেখিনি। এটি ভয়ংকর প্রতারণা, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.