নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশ জামায়ােত ইসলামী নওগাঁ জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫দফা দাবিতে নওগাঁ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে উক্ত স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের আমির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, নওগাঁ -৪ (মান্দা) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খ.ম আব্দুর রাকিব এর সভাপতিত্বে, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ -২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক, নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারী, নওগাঁ -৫ (নওগাঁ সদর) আসনের জামায়াত মনোনীত
এমপি পদপ্রার্থী এবং সাবেক নওগাঁ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ আ স ম সায়েম, জেলা সহকারী সেক্রেটারী নাজমুল হোসাইন, জেলা সহকারী সেক্রেটারী ও শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন, জেলা সহকারী সেক্রেটারী ও সাবেক জেলা শিবিরের সভাপতি মাওঃ মারুফ আহমেদ, জেলা অফিস সম্পাদক মাওঃ শফিকুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা জামায়াতের আমির ও নওগাঁ জেলা শিবিরের সাবেক সভাপতি এ্যাডঃ আব্দুর রহিম। উভয় কক্ষে পিআর বাস্তবায়ন করা, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিষ্টদের বিচার দৃশ্যমান করা ও ১৪দল ও জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করার দাবী জানিয়ে উক্ত স্মারকলিপি প্রদান করেন নওগাঁ জেলা জামায়াতের নেতৃবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.