মানিকগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপূজা উপলক্ষে আয়োজিত গ্রামীণ মেলায় অংশ নিতে গিয়ে মানিকগঞ্জ সদর উপজেলায় কিশোর গ্যাং সদস্দের হাতে নৃশংসভাবে খুন হয়েছে আব্দুল্লাহ ওরফে রাব্বি (১৫) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী। শনিবার (১১ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে সদর উপজেলার পুটাইল বাজারে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রাব্বি কাপটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং কাফাটিয়া গ্রামের সৌদি প্রবাসী মানিক মিয়ার ছেলে। পারিবারিক সূত্র ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে রাব্বি তার বন্ধুদের সঙ্গে পুটাইল বাজারের গ্রামীণ মেলা দেখতে গিয়েছিল। মেলার প্রবেশপথেই পূর্ব থেকে ওঁত পেতে থাকা কিশোর গ্যাং সদস্য রাতুল ও তার সঙ্গীরা রাব্বির ওপর আকস্মিক হামলা চালায়। তাদের এলোপাথাড়ি ছুরিকাঘাতে রাব্বি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাব্বিকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে মূল অভিযুক্ত রাতুলের বাবা সেলিম এবং তার দুই সহযোগী শিশির আহমেদ ও কাইয়ুম আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ওসি আমান উল্লাহ বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.