সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: মাথায় ইনফেকশনজনিত বিরল রোগে আক্রান্ত এক বছরের শিশু মিমের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন পাবনা সদর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নেতা এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস। জানা গেছে, গত ১০ অক্টোবর অসুস্থ হয়ে পড়লে শিশু মিমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে একদিনের বকেয়া বিল পরিশোধ করতে না পারায় ১১ অক্টোবর বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ আইসিইউ থেকে শিশুটিকে সরিয়ে দেয়।
মিমের মা আলো বেগম জানান, “আমার মেয়ের অবস্থা ভালো না, কিন্তু টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেল। হাসপাতাল এমনকি কাপড়সহ বাইরে বের হতেও দেয়নি আমাদের।” সদ্য স্বামীহারা আলো বেগম তখন দিশেহারা হয়ে পড়েন। প্রায় দুই মাস আগে মারা গেছেন শিশু মিমের বাবা মিলন। একদিকে স্বামীর মৃত্যু, অন্যদিকে মেয়ের অসুস্থতা—দু’দিকের দুঃখে ভেঙে পড়েন তিনি। পরিস্থিতি চরমে পৌঁছালে আলো বেগম ১১ অক্টোবর রাতে স্থানীয় এক ছাত্রদল নেতার মাধ্যমে সাহায্য প্রার্থনা করেন। বিষয়টি জানানো হয় মানবিক রাজনীতিক হিসেবে পরিচিত এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাসকে।
খবর পেয়ে শিমুল বিশ্বাস তাৎক্ষণিকভাবে হাসপাতালের প্রায় ৩০ হাজার টাকার বকেয়া বিল পরিশোধ করেন এবং শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ শিশু হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করেন। পাশাপাশি শিশুটির ভবিষ্যতের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেন তিনি। শিমুল বিশ্বাস বলেন, “মানবতার জায়গা থেকে শিশুটির পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। আমি মিম ও তার মায়ের পাশে আছি, যতদিন না সে পুরোপুরি সুস্থ হয়।” স্থানীয়রা জানান, এ্যাড. শিমুল বিশ্বাসের এই মানবিক পদক্ষেপে অসুস্থ মিমের চিকিৎসা আবার শুরু হয়েছে এবং মায়ের চোখে ফিরেছে আশার আলো।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.