উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির বেলকুচি উপজেলা শাখার আয়োজনে অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌর এলাকার চক সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির বেলকুচি উপজেলা শাখার সভাপতি মো: আব্দুল হালিম সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো: সরওয়ার জাহান। তিনি এসময় বেলকুচি উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দেন।
বেলকুচি উপজেলা শাখার সভাপতি হলেন শ্যামগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল হালিম, গাড়ামাসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় শংকর সাহা সিরিয়র সহ-সভাপতি, শেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মনোয়ারুল ইসলাম সাধারণ সম্পাদক, আদাচাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নিউটন সাংগঠনিক সম্পাদক, চরদেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিশরাত জাহানসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি প্রদান করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.