মো: শাকিল মিয়া, শ্রীববদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া খন্চেপাড়া বাজার এলাকায় ছাগল চুরি করে ধরা পড়েছে ৩ চোর। স্থানীয়দের হাতে আটক হওয়ার পর তার কাছ থেকে জানা যায়, সে মাঠিফাটা এলাকার আশেপাশ থেকে ছাগলটি চুরি করেছে। ঘটনার পর এলাকাবাসী চোরদেরকে কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হামিদুল্লাহ তালুকদারের বাড়িতে নিয়ে আসে।
পরে চেয়ারম্যান আইনের প্রতি শ্রদ্ধা রেখে চোরদেরকে শ্রীবরদী থানায় সোপর্দ করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে এ ধরনের চুরি বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন। তবে চোরদেরকে থানায় সোপর্দ করার কারণে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার বলেন, “চুরি-ডাকাতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আইন অনুযায়ী অপরাধীর বিচার হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.