উজ্জ্বল অধিকারী: সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের বেলকুচির যমুনা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ৬ জেলেকে ১৪ দিনের কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট। এসময় জব্দ করা হয়েছে ১৫ হাজার মিটার কারেন্ট চাল ও ২৫ কেজি মা ইলিশ। আজ শনিবার সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত যমুনা নদীর বেলকুচি উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আল মাসুদ বলেন, ‘৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় সরকারিভাবে নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞার এই সময়ে ইলিশ ধরা, পরিবহন করা ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ।
নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, সকাল ৭টা থেকে উপজেলার যমুনা নদী অংশে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ১৫০০০ মিটার জাল, ২৫ কেজি ইলিশ জব্দ করা হয়। সেইসঙ্গে ৭ জন জেলেকেও আটক করা হয়। ৬ জনকে ১৪দিন করে কারাদণ্ড এবং ১ জনকে ২ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এর পাশাপাশি কারেন্ট জালগুলো পুরিয়ে ফেলা হয়। আর ইলিশ মাছগুলো তিনটি এতিমখানায় বিতরণ করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.