স্টাফ রিপোর্টার: আগের তুলনায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে কঠিন চিবরদান উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে উন্নতির দিকে রয়েছে, যা চ্যানেল আইয়ের এক সাংবাদিক নিজেও স্বীকার করেছেন। উপদেষ্টাদের ‘সেইফ এক্সিট’ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “অনেকেই বলতে পারেন—প্রশ্ন তো আর থামানো যায় না।”
তিনি আরও জানান, বর্তমান সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর বলেও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল বিরাককোডিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.