মানিকগঞ্জ প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানিকগঞ্জ জেলা বার ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন। এই নির্বাচনে বিপুল ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেজবাউল হক মেজবাহ এবং সাধারণ সম্পাদক পদে এসেছেন মহিউদ্দিন স্বপন।
শুক্রবার (৯ অক্টোবর) সারাদিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়। সকাল ১০টায় আইনজীবী সমিতির ১ নং ভবনে শুরু হয় দ্বি-বার্ষিক সম্মেলন। এরপর দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে কার্যকরী পরিষদের ভোটগ্রহণ।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মানিকগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক আতাউর রহমান ভূইয়া ফরিদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মহিউদ্দিন স্বপনের সঞ্চালনায় সম্মেলনে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে প্রধান অতিথি হিসেবে যোগ দেন যুগ্ন-মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং বিশেষ অতিথি ছিলেন প্রচার সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান।
রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আজাদ হোসেন খান। তিনি জানান, দুই বছর মেয়াদী কার্যকরী পরিষদের জন্য মেজবাউল হক মেজবাহ ও মহিউদ্দিন স্বপনসহ আরও কয়েকজন নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক সুভাষ রাজবংশী, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন।
এই নির্বাচনে মোট ২০৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আব্দুল আউয়াল খান ও অ্যাডভোকেট হুমায়ুন কবীর।নতুন কমিটি নিয়ে মানিকগঞ্জের আইনজীবীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। নতুন নেতৃত্ব জেলা বারে আইনজীবীদের অধিকার রক্ষায় আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.