কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে খালের পানিতে ডুবে রেজোয়ান আহম্মেদ (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের খোঁয়াজখামার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু রেজোয়ান ওই গ্রামের লিটন মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি জিল্লুর রহমান।
পরিবার ও স্বজন সুত্রে জানা যায়, নিহত শিশু রেজোয়ান বিকেলে বাড়ির পাশে খেলা করছিল। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে খালের পানিতে শিশুটির মরদেহ ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়রা সন্ধ্যায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.