সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ ও সলঙ্গা আংশিক) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জামায়াতের সঙ্গে নির্বাচন করতে হবে এবং আওয়ামী স্টাইলে নির্বাচন নয় উল্লেখ করে তিনি বলেন, আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষের ও বিপক্ষের শক্তির মধ্যে নির্বাচন।
বুধবার বিকেলে একটি মোটরসাইকেল বহর নিয়ে তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও জনসংযোগকালে তিনি এ কথা বলেন। আগামী নির্বাচনে শিক্ষিত ও মেধাসম্পন্ন নেতা দরকার উল্লেখ করে তিনি বলেন, যারা কোরআন হাদিসের মিথ্যা ব্যাখ্যা দিয়ে মানুষকে যে ঘোরাচ্ছে তারা কি আসলে ইসলামের পক্ষে নাকি বিপক্ষে! ৭১-এর সময় যারা স্বাধীনতার বিপক্ষে কাজ করেছে সেই বিরোধী শক্তিকে যদি আমরা মোকাবিলা করতে চাই তাহলে আমি মনে করি আমরা যারা প্রার্থী আছি আমাদের ঐক্যবদ্ধভাবে একজন যোগ্য প্রার্থীর জন্য কাজ করা উচিৎ এবং দলেরও দেওয়া উচিৎ।
তাহলে আমরা তাদেরকে প্রতিহত করতে পারবো। এসময় দলের চাওয়া অনুযায়ী তিনি যোগ্য প্রার্থী উল্লেখ করে বলেন, আমার বিশ্বাস আগামী নির্বাচন নিয়ে মাঠে যে জরিপ হচ্ছে সেই জরিপে আমি এগিয়ে থাকবো। এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
এর আগে তিনি দুপুরে তাড়াশ থেকে ৫শতাধিক মোটরসাইকেলসহ নেতাকর্মীদের নিয়ে একটি বিশাল শোডাউন বের করেন ও পথে নিমগাছি, রায়গঞ্জ এবং পাঙ্গাসী বাজারে পথসভা করেন। এসময় তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.