সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনা শহরের আব্দুল হামিদ রোডের একটি আবাসিক হোটেল থেকে স্বাধীন সরকার (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) সকালে হোটেল নিউ রয়েল প্যালেসের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও হোটেল সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে হোটেলের ২০১ নম্বর কক্ষে উঠেছিলেন স্বাধীন সরকার।
পরদিন সকালে দীর্ঘ সময় দরজা না খোলায় হোটেল বয় রাহাত দরজায় একাধিকবার নক করেও কোনো সাড়া পাননি। পরে হোটেল ম্যানেজার বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। খবর পেয়ে পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় সাংবাদিক ও হোটেল স্টাফদের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এসময় ফ্যানের সঙ্গে স্বাধীন সরকারের ঝুলন্ত দেহ দেখতে পান পুলিশ সদস্যরা।
পরে প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “নিহত স্বাধীন সরকার সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গজাইল গ্রামের গাজী শাহজাহানের ছেলে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।” তিনি আরও জানান, নিহতের ভায়রা জানিয়েছেন, মঙ্গলবার রাতে স্বাধীন ও তাঁর স্ত্রীর মধ্যে ফোনে ঝগড়া হয়। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত আছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.