স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে উদ্বোধন হওয়া কোনো প্রকল্পই বন্ধ হয়ে যায়নি বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
বুধবার (০৮ অক্টোবর) দুপুরে সাভারের মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে বাংলাদেশ বাফেলো অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত বৈজ্ঞানিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ফরিদা আখতার বলেন, সারা দেশে মহিষ প্রজনন বৃদ্ধির জন্য সরকার নানা উদ্যোগ নিয়েছে। দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে সরকার কাজ করছে, যাতে কেউ কোনোভাবে বঞ্চিত না হয়।
পরে তিনি সাভারের কেন্দ্রীয় গ্রো প্রজনন দুগ্ধ খামারে কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তারেক মুহাম্মদ জাবেরসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশ বাফেলো অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.