বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে । আজ মঙ্গলবার (৭ অক্টোবর )নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ডাক্তার অধ্যাপক আনোয়ারুল হকের পক্ষে উপজেলার সিংধা ইউনিয়নে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় সিংধা ইউনিয়নের সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট বিতরণ এবং ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, সহ সভাপতি মাহবুবুর রহমান জানু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লালু,যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম, সিংধা ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন সহ ইউনিয়ন বিএনপি ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.