মো: শাহিদুল ইসলাম সবুজ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আসন্ন ৪৯ তম বিশেষ বিসিএস পরীক্ষায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বাস সরবরাহের আবেদন জানিয়ে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক বরাবর মঙ্গলবার (৭ অক্টোবর)এই স্মারকলিপি পত্র জমা দেন সংগঠনটির আহ্বায়ক ইমরান হোসেন প্রধান ও যুগ্ম আহ্বায়ক হিমেল আহমেদ সহ অন্যান্য নেতাকর্মীরা।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ঘোষিত ৪৯ তম বিশেষ বিসিএসের লিখিত (নৈর্ব্যক্তিক) পরীক্ষা আগামী ১০ অক্টোবর (শুক্রবার) ২০২৫ অনুষ্ঠিত হবে। যেহেতু এই পরীক্ষার কেন্দ্র শুধুমাত্র ঢাকাতে নির্ধারণ করা হয়েছে তাই শিক্ষার্থীদের রাজধানী ঢাকায় গিয়ে পরীক্ষায় অংশ নিতে এবং কেন্দ্রে যাতায়াতের সুবিধার জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা চালুর দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, `সাধারন শিক্ষার্থীদের কথা বিবেচনা করে, ছাত্রদল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা অতীতের অন্যান্য শিক্ষার্থীবান্ধব কাজের মতই দায়িত্ববোধ থেকে পরিবহন প্রশাসক স্যারের নিকট আবেদন প্রদান করে।' বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিমেল আহমেদ বলেন, `বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটা বড় স্বপ্নের জায়গা বিসিএস।
আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী ৪৯ তম বিসিএস পরীক্ষায় অংশ নিচ্ছে। নানান কারণে পরীক্ষার দিন যাতায়াত একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। সেজন্য বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ হতে আমরা পরিবহন প্রশাসকের কাছে বাস প্রদান করার আহ্বান জানিয়েছি যেন শিক্ষার্থীরা নিশ্চিন্তে কোনো চাপ ছাড়াই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারে।আশা রাখি ৪৯ তম বিসিএস পরীক্ষায় পরীক্ষার্থীদের চাহিদা অনুযায়ী ক্যাম্পাস থেকে ঢাকা পর্যন্ত যতগুলো বাস প্রয়োজন হবে তার সবগুলোই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে।' বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক আহমেদ শাকিল হাসমী বলেন, `পরীক্ষার্থীদের বাস দেওয়ার ব্যাপারে আমাদের আন্তরিক ইচ্ছা আছে।
আমাদের সক্ষমতা বিবেচনা করে এবং কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।' বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী, মোঃ আল আমিন বলেন, `আমাদের পরীক্ষা কেন্দ্র ঢাকাতে হওয়ায় সেখানে সঠিক সময়ে পৌঁছানো এবং পরীক্ষা শেষে নিরাপদে ক্যাম্পাসে ফিরে আসার জন্য এই পরিবহন সুবিধাটি অত্যন্ত জরুরি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.