কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্পূব পাল কর্তৃক কুরআন অবমাননার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার সন্ধ্যায় সফিপুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন ধর্মপ্রান মুসলিম ও তৌহিদী জনতা।
আব্দুর রহমান রানার সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আনিসুর রহমান, ছাত্রনেতা হাসান মিয়াজী, শাহেদ মেরাজ, মাওলানা আব্দুল আল মামুন, মাওলানা মুফতি ইসমাইল মোল্লা, মাওলানা ইনামুল বারী, মাওলানা মজ্ঞুরুল করিম প্রমুখ। এসময় বক্তারা বলেন অতিবিলম্বে কুরআনের অবমাননাকারী অর্পূব পালকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাকে একটি মহল পাগল আখ্যায়িত করে বিষয়টি ভিন্নখাতে নেযাপর চেষ্টা করছে। আমার তৌহিদী জনতা এটা মেনে নিতে পারবোনা।
কুরআন অবমাননাকারীর সর্বো”ছ শাস্তি মৃত্যুদন্ড দিতে হবে এসময় বিক্ষোভ মিছিলটি সফিপুর বাজার এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক পদক্ষিন করে সফিপুর কেন্দ্রীয় জামে সমজিদের সামনে এসে শেষ হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.