মোঃ জাহিদুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধি: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক ইসলামের মহাগ্রন্থ আল কুরআন অবমাননার ঘটনায় সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানিয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও বিনামূল্যে পবিত্র কুরআন বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ও অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীরা জড়ো হন। পরে ব্যানার–ফেস্টুন হাতে নিয়ে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল সামাজিক যোগাযোগমাধ্যমে কুরআন অবমাননা করেছেন। এতে মুসলমানদের ধর্মীয় অনুভূতি গভীরভাবে আহত হয়েছে। এ ঘটনার দ্রুত বিচার ও দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা।
শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা বিনামূল্যে পবিত্র আল কুরআন বিতরণের উদ্যোগ নেন। এসময় শতাধিক কপি কুরআন পথচারী, সাধারণ মানুষ ও ক্যাম্পাসে উপস্থিতদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্ট্রার মহোদয়, প্রক্টর মহোদয়, অতিরিক্ত প্রক্টর মহোদয় এবং বিভিন্ন বিভাগের সম্মানিত পরিচালকবৃন্দ।
বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, “আমরা কোনোভাবেই ইসলাম ধর্মকে অবমাননা সহ্য করব না। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
আয়োজকরা জানান, এই কর্মসূচি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়; বরং ধর্মীয় মূল্যবোধ রক্ষা ও ইসলামের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার একটি স্বতঃস্ফূর্ত উদ্যোগ। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আর কেউ যেন ধর্মীয় অনুভূতিতে আঘাত করার দুঃসাহস না দেখায়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.