পুনম শাহরীয়ার ঋতু ,স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের রশিদপুর গ্রামে মঙ্গলবার সকালে তথ্য উৎঘাটন করতে গেলে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি টের পেয়ে বাড়িতে তালাবন্ধ করে পালিয়েছন কথিত পীর জাহাঙ্গীর আলম ও তার সাঙ্গপাঙ্গরা। এসময় সারা বাড়িতে ফাকা পাওয়া গেলেও পাওয়া যায়নি কোন লোকজন।
এর কয়েকমাস আগে রংপুরের পীরগজ্ঞ থেকে এসে উপজেলার রশিদপুর গ্রামে আনুমানিক ২০ শতাংশ জমি কিনে বাড়ি তৈরি করেন। চতুরপাশে দেয়া ইটের উচু সিমানা প্রাচীর। এদিকে ওই কথিত পীরের নারীদের সাথে কিছু অন্তরঙ্গ ছবি সোস্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হলে এলাকায় চাঞ্চলকর সৃষ্টি এলাকাবাসী ওই কথিত কর্মকান্ডে প্রতিবাদ জানিয়ে অতিলম্বে বন্ধের নির্দেশ দেয় গ্রাম বাসী। এদিকে ফেসবুকে ভাইরাল কথিত পীরের কর্মকান্ড নিয়ে তথ্যের উৎঘাটন করতে ওই গ্রামে গনমাধ্যমকর্মীরা গেলে তাদের উপস্থিতি টের পেয়ে বাড়িতে তালাবন্ধ করে পালিয়ে যার কথিত পীর ও তার সাঙ্গপাঙ্গরা।
ওই গ্রামের বাসিন্দা সেলিম হোসেন, জসিম উদ্দিন বলেন কয়েক মাস ধরে এই কথিত পীর এখানে বাড়ি করে আস্তানা তৈরি করেছে। তার কর্মকান্ড অশালিন তার বাড়িতে নিত্য নারী ভক্তদের ভক্তদের আসা যাওয়া রয়েছে। এই বিষয় গুলো আমাদের কাছে অসামজিক মনে হয়েছে তাই তাকে আমরা গ্রামবাসী প্রতিবাদ জানিয়েছি।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ বলেন কথিত পীরের একটি ঘটনা ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে দেখেছি। বিষয়টি তদন্ত করে আইরগত ব্যবস্থা গ্রহন করা হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.