জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দ শোভাযাত্রা করেছে গ্রামবাসী। সোমবার ( ৬ আক্টবর) দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়ন এলাকায় এ শোভাযাত্রা বের করা হয়। চ্যাম্পিয়ন হওয়ার খবর এলাকায় পৌঁছালে উল্লাসে ফেটে পড়ে স্থানীয়রা। বিজয় উপলক্ষে শত শত এলাকাবাসী রঙিন পোশাকে বিজয় র্যালি বের করে।
র্যালিটি ভাটারা পারপাড়া থেকে বড়বাড়িয়া, রেলি ব্রিজ, সিমলা বাজার হয়ে বাউসী পপুলার মোড় পর্যন্ত গিয়ে পুনরায় পারপাড়ায় এসে শেষ হয়। আয়োজক, হারুন অর রশিদ, আব্দুল করিম মেম্বার, রমজান আলী ও নৌকার বাইচা মোখলেছ, আলতাফ আলী জানান, উপজেলার কামরাবাদ ইউনিয়নে ঝিনাই নদে নৌকা বাইচের আয়োজন করে গ্রামবাসী। ৫ অক্টোবর রবিবার ছিলো এ নৌকা বাইচের ফাইনাল খেলা।
এতে একতা নৌকা ও উড়ন্ত নৌকার মধ্যে ফাইনাল খেলা হয়। খেলায় একতা নৌকা বিজয় হয়। এর আগে গত মাসের ২২ সেপ্টেম্বর একতা নৌকা ময়মনসিংহ সদরের অষ্টধার নদীতে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতাতেও প্রথম স্থান অর্জন করে। এলাকাবাসীর অর্থায়নে নির্মিত ‘পারপাড়া একতা’ নৌকাটি দেশের বিভিন্ন স্থানে অংশ নিয়ে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ায় এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
বিজয়ের এই আনন্দঘন মুহূর্তে এলাকাবাসী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ‘পারপাড়া একতা’ নৌকা তাদের গৌরবের ধারাবাহিকতা বজায় রাখবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.