লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দুই গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদ হলরুমে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণের মধ্যে ছিল—প্রতিটি পরিবারকে নগদ ৩ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল, পাশাপাশি তিনটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ৩ বান্ডেল ঢেউটিন প্রদান করা হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান, ঘূর্ণিঝড়ে তাদের ঘরবাড়ি বিধ্বস্ত হলেও প্রশাসনের দ্রুত সহযোগিতায় তারা কিছুটা স্বস্তি পেয়েছেন। ত্রাণ বিতরণকালে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন,“প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সর্বদা রয়েছে। ক্ষতিগ্রস্ত সব পরিবারকে ধাপে ধাপে সহায়তার আওতায় আনা হবে।”
এ সময় উপস্থিত ছিলেন—লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তুষার কান্তি রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম মাজহানুর রহমান, ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, গত রোববার সকালে আকস্মিক আকাশ কালো মেঘে ঢেকে যায়।
শুরু হয় প্রবল বেগে ঝড়, সঙ্গে মেঘের গর্জন। এর কিছুক্ষণ পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। অসময়ে হঠাৎ এমন ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড হয় ঘরবাড়ি-দোকানপাট ও গাছপালা।কালীগঞ্জে উপজেলার ভোটমারী ইউনিয়নের মধ্য শ্রুতিধর ও নোহালী গ্রামে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে অন্তত তিনজন আহত এবং শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.