সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশ থেকে সাধারণ কর্মী নিয়োগে প্রথমবারের মতো সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সৌদি রাজধানী রিয়াদে এ চুক্তি সই হয়। এটি দুই দেশের ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং সৌদি আরবের পক্ষে সই করেন দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী।
১৯৭৬ সাল থেকে সৌদি আরবে বাংলাদেশের কর্মীদের অনানুষ্ঠানিক নিয়োগ শুরু হলেও এতদিন পর্যন্ত সাধারণ কর্মী নিয়োগ নিয়ে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না। এর আগে, ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগ এবং ২০২২ সালে দক্ষতা যাচাই বিষয়ে দুটি চুক্তি হয়েছিল।
নতুন এই চুক্তির ফলে বাংলাদেশ থেকে সৌদি আরবে বিভিন্ন পেশায় দক্ষ এবং আধাদক্ষ কর্মী পাঠানো সহজ হবে। একই সঙ্গে, নিয়োগকর্তা ও কর্মীদের অধিকার ও নিরাপত্তা আরও নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। চুক্তিটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার দিকেও ইতিবাচক প্রভাব ফেলবে।
চুক্তি স্বাক্ষরের আগে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপদেষ্টা আসিফ নজরুল সৌদি পক্ষের কাছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেন। এর মধ্যে ছিল: কর্মসংস্থানের চুক্তিগুলো যেন যথাযথভাবে বাস্তবায়িত হয়, ইকামা নবায়নের দায়িত্ব যেন নিয়োগকর্তার উপর থাকে এবং যারা দেশে ফিরে যেতে চান, তারা যেন দ্রুত এক্সিট ভিসা পান।
সৌদি মন্ত্রী এসব বিষয়ের তাৎক্ষণিক সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। একইসঙ্গে, বাংলাদেশকেও অভিবাসন প্রক্রিয়া আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে কার্যকর উদ্যোগ নিতে বলেন।
চুক্তি স্বাক্ষর ও বৈঠকে উপস্থিত ছিলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন, মিশনের উপপ্রধান এস এম নাজমুল হাসান এবং শ্রম কাউন্সেলর মুহাম্মাদ রেজায়ে রাব্বীসহ দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.