এ জেড ভূঁইয়া রাজু ,সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পাহাড়ি এলাকার জায়গা দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন।
৪ অক্টোবর শনিবার ভোররাত থেকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার১০ নং ছলিমপুর ইউনিয়নের জঙ্গল ছলিমপুরের আলিনগর পাহাড়ি জায়গা দখল কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দিনভর দফায় দফায় ব্যাপক গোলাগুলি হয়েছে বলে এলাকা বাসী জানান। গুলাগুলিতে একজন মারা যাওয়া তথ্য পুলিশ নিশ্চিত করলেও কিন্তু নিহত ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি।
সংঘর্ষে আহতরা হচ্ছে- জাবেদ (৩৮),জাকির (৪৮), তানভীর (২৩),সিরাজুল ইসলাম (৪৩),ফজলুল করিম (৩২), ইসমাইল হোসেন বাবু (৩০) জাহিদুল ইসলাম (১৯),সৌরভ বড়ুয়া(১৭)মো. পারভেজ (২০), নুরুল আলম (৪০),শুক্কুর আলম (২২),রায়হান (১৮),শামীম (২৯)।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সীতাকুণ্ড সার্কেল সহকারী কমিশনার লাবিব আবদুল্লাহ বলেন,দুই গ্রুপের সংঘর্ষে একজন মারা গেছে।তবে তার নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। গুলিবিদ্ধ ১৩ জনের নাম নিশ্চিত হওয়া গেছে বলে জানান তিনি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.