মো: শাহিদুল ইসলাম সবুজ, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের রাশেদুল ইসলাম নামের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। রবিবার (৫ অক্টোবর) দুপুরে কুমিল্লার নিজ এলাকায় মৃত্যু বরণ করেছেন তিনি।
কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভাবানীপুরে নদী পার হতে গিয়ে বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন রাশেদুল ইসলাম। রাশেদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং কুমিল্লা স্টুডেন্ট এসোশিয়েশন (জাককানইবি) এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.