সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: পাবনার চাটমোহরে প্রতিপক্ষকে ফাঁসানোর পরিকল্পনা করতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই ধরা পড়েছেন রিপন মণ্ডল (২৬) নামে এক যুবক। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর বুদ্ধিমত্তায় তার এই নাটকীয় ফাঁদ উন্মোচিত হয়। র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক জানান, শনিবার (৫ অক্টোবর) রাত ১টা ৪০ মিনিটের দিকে চাটমোহর উপজেলার কুয়াবাসি উত্তরপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জনৈক আশরাফুলের বাড়ির পেছনের খড়ির ঘর থেকে একটি বিদেশি রিভলভার উদ্ধার করা হয়। এ সময় আদম মণ্ডলের ছেলে রিপন মণ্ডল ঘটনাস্থলে উপস্থিত থেকে তথ্য সরবরাহ করেন এবং দাবি করেন, অস্ত্রটি আশরাফুলের বলে। তবে, র্যাব সদস্যদের জিজ্ঞাসাবাদে রিপনের কথাবার্তায় অসংলগ্নতা ও আচরণে সন্দেহ দেখা দিলে তাকে আরও জেরা করা হয়। একপর্যায়ে রিপন স্বীকার করেন, পূর্ব শত্রুতার জেরে আশরাফুলকে ফাঁসানোর উদ্দেশ্যে তিনি নিজেই অস্ত্রটি সেখানে লুকিয়ে রেখে র্যাবকে খবর দিয়েছিলেন।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, রিপনের এই কৌশল ব্যর্থ হয়েছে র্যাবের তৎপরতা ও তথ্য-উপাত্ত যাচাইয়ের ফলে। পরে তার কাছ থেকে বিদেশি রিভলভারটি জব্দ করা হয় এবং তাকে আটক করে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়। জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.