রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: দক্ষিণ রাউজানে নোয়াপাড়া ১নং ওয়ার্ডের দাশপাড়া দক্ষিণেশ্বরী কালী মন্দির সড়কটি বহু বছর ধরে জনসাধারণের চলাচলের অনুপযোগি হয়ে পড়ে।বর্তমানে সড়কটি বেহাল অবস্থার কারনে শুধুমাত্র বর্ষাকালে নয়, সব ঋতুতে সাধারণ মানুষ,বিশেষ করে ছাত্রছাত্রী ও রোগীদের চলাচলের ক্ষেত্রে প্রচন্ড দূভোগ পোহাতে হচ্ছে।
বিগত সরকারের সময়ে স্থানীয় প্রশাসনকে উক্ত সড়কটির সংস্কারের কথা বললেও কর্তৃপক্ষ সংস্কারের কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।তাই গত ৫ অক্টোবর রবিবার বিকেল ৪ টায় এলাকাবাসী নারী ও পুরুষ ব্যানার হাতে সড়কটিতে দাড়িয়ে আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনে চেয়ারম্যান প্রবাসী ব্যবসায়ী দানবীর আলহাজ্ব জসিম উদ্দিনের কাছে সড়কটি সংস্কারের আকুল আবেদন জানান।
উল্লেখ্য যে,প্রবাসী ব্যবসায়ী দানবীর আলহাজ্ব জসিম উদ্দিন ব্যক্তি উদ্যােগে ৪০ কোটি টাকা ব্যয়ে আরো ৪টি আরসিসি পাথর ঢালায় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে গত ২৯ সেপ্টেম্বর। সড়কগুলো হলো, শীলপাড়া সড়ক,শেখপাড়া সড়ক,চৌধুরীহাট থেকে দক্ষিণ নোয়াপাড়া সড়ক,পূর্ব কচুখাইন থেকে পশ্চিম কচুখাইন সড়ক।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.