নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর পল্লবী এলাকা থেকে মোঃ সামিনুর (১৫) নামের ১৫ বছরের এক কিশোর হারিয়ে গেছে। তার বাবার নাম মোঃ আক্তার হোসেন। পল্লবী থানা সূত্র জানায়, মোঃ সামিনুর (১৫), পিতা-আক্তার হোসেন, মাতা-সেলিনা আক্তার কেয়া, সেকশন-১১, এভি-৫, লাইন-৪, বাসা-১২৫/১২৬, থানা-পল্লবী, ঢাকা বিগত ০৩ বছর পূর্ব হতে হানিফ সিল্ক নামীয় দোকনে কাজ করতো।
গত ২৮/০৯/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১২.৩০ ঘটিকার সময় ঘটনাস্থল পল্লবী থানাধীন সেকশন-১১ নং বাজার হানিফ সিল্ক নামীয় দোকন হতে মোঃ সামিনুর (১৫) কাউকে কিছু না বলে বাহির হয়ে আর দোকানে/বাসায় ফিরে আসে নাই। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও খুঁজে না পেয়ে পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সামিনুরের নানি পারুল বেগম। জিডি নং- ২৫৭৪ তারিখঃ- ৩০/০৯/২৫খ্রি.।
কোন সহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত নিখোঁজ মোঃ সামিনুরের সন্ধান জেনে থাকলে পল্লবী থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ লিয়াকত হোসেন (০১৮১৮-৯৬৪৮৭২) নম্বর অথবা পারুল বেগম (মোঃ সামিনুরের নানি) মোবাঃ- (০১৭১৬৫৪৪৮০১) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
বর্ননা ১. নাতি মোঃ সামিনুর (১৫)। ২. গায়ের রং ফর্সা। ৩. উচ্চতা ০৫. ফিট। ৪. চুল কালো ছোট। ৫. মুখমন্ডল হালকা লম্বাটে। ৬. পড়নে মিষ্টিা কালের পাঞ্জাবী ও সাদা পাজামা, মাথায় টুপি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.