
পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে বন বিভাগ। রোববার বিকালে উপজেলা পরিষদ চত্বরে সরকারি বন বিভাগের চন্দ্রা রেঞ্জের আওতাধীন চন্দ্রা বিটের কর্মকর্তারা এ গাছের চারা বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ, কালিয়াকৈর চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম, ডেপুটি রেঞ্জ কর্মকর্তা ইকবাল হোসেন সহ প্রশাসনিক কর্মকর্তারা।
এসময় উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে প্রায় ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
ইকবাল হোসেন জানান পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ বনায়নের বিকল্প নেই।সোনার বাংলায় সবুজ বনায়নে বন বিভাগ কাজ করে যাচ্ছেন। আমাদের অক্সিজেন সরবরাহ করে এ গাছ।তাছাড়া প্রাকৃতিক জলবায়ু ভারসাম রক্ষায় সবুজ বনায়নের বিকল্প নেই। আমাদের প্রতিটি মানুষের অত্যন্ত দুটি করে গাছের চারা রোপন করা উচিত।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.