নওগাঁ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁ জিয়া সংসদের উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শাখা জিয়া সংসদের আহ্বায়ক সেতু মৈত্র, থানা শাখার সভাপতি খন্দকার আব্দুর রশিদ হারুন, সাধারণ সম্পাদক আকতার ফেরদৌস রানা, সাংগঠনিক সম্পাদক মো. অন্তু শেখ, সিনিয়র সহ-সভাপতি সজিদ, জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান বিপ্লবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালি সংস্কৃতির একটি বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য জিয়া সংসদ সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তারা জানান, এ বছরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি মণ্ডপে জিয়া সংসদের সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে অবস্থান করবেন। যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে তারা সর্বদা সজাগ দৃষ্টি রাখবেন।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, নওগাঁ জিয়া সংসদ সব ধর্মের মানুষের শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন রক্ষায় অঙ্গীকারবদ্ধ। পূজা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না দেয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে নিরবচ্ছিন্ন নজরদারি চালানো হবে। পাশাপাশি মণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
বক্তারা আশা প্রকাশ করেন, এবারের শারদীয় দুর্গাপূজা নওগাঁসহ সারা দেশে শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.