পুনম শাহরীয়ার ঋতু, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর খাজাডেক এলাকায় শনিবার ভোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৪০) যুবকের মৃত্যু হয়েছে।তবে তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি।খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে জিআরপি পুলিশ।
পুলিশ সূত্র জানায় শনিবার ভোরে ঢাকা টু উত্তরবঙ্গ গামী ট্রেন লাইনের কালামপুর এলাকায় খাজাডেক এলাকায় রেললাইনে দিয়ে ভোরে হেটে যাচ্ছিলেন ওই অজ্ঞাত যুবক। এসময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে সকাল সাড়ে আটটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় জয়দেবপুর রেলওয়ে পুলিশ। নিহতের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয়রা ও পুলিশের ধারনা নিহত ওই যুবক মানসিক প্রতিবন্ধী।তার গায়ে ময়লা ছেঁড়াফাটা পোষাক পরিধান করা ছিলো।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের ফাঁড়ি ইনর্চাজ এস এই নাদির উজ জামান বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.