শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ রোইং ফেডারেশনের আয়োজনে এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ৪৬ তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা। ৮ টি নৌকা এ প্রতিযোগিতায় অংশ নেয়। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের শাহাজাদপুরের বড়াল নদীর বাঘাবাড়ি নৌ বন্দরে ৪৬ তম জাতীয় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, “সারা দেশে তারুণ্যের উৎসব উদযাপন করা হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন সকল ফেডারেশন ও ক্রীড়া সংস্থা এ উৎসব উদযাপন করে আসছে।
নদীমাতৃক বাংলাদেশে নৌকা বাইচ লোকায়ত বাংলার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ভাটিপাড়া প্রামাণিক ফাইটার্স দল, দ্বিতীয় স্থান অর্জন করে ভাটিপাড়া আজম ব্রাদার্স দল এবং তৃতীয় স্থানে অবস্থান করে বাংলার বাঘ সংঘ। বিজয়ী দলগুলোকে চেক ও সম্মাননা দিয়ে পুরস্কৃত করা হয়।বিজয়ীদলের মাঝে যথাক্রমে ১ লাখ, ৭৫ হাজার এবং ৫০ হাজার টাকার চেক পুরস্কার হিসাবে প্রদান করা হয়।
স্থানীয়রা নদীর তীরে এসে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এ নৌকা বাইচ উপভোগ করেন। প্রতিযোগি আর দর্শকদের উল্লাসে পুরো এলাকা জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.