স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ নিয়ে আমাদের বসবাস। সম্প্রীতির বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। সম্প্রীতির মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলাম ক্ষমতায় গেলে উন্নয়নে এগিয়ে যাবে বাংলাদেশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯ টায় পতেঙ্গার বিভিন্ন পূজা মণ্ডপে বস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ জামায়াত ইসলাম চট্টগ্রাম ১১ আসেন সাংসদ প্রার্থী শফিউল আলম।
তিনি আরও বলেন, সমাজ থেকে দূর্নীতি, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসবাদ নির্মুলসহ বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ বিনির্মানে সবাই কে এগিয়ে আসতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর পতেঙ্গা ৪০ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামাত ইসলামের আমির মোঃ ইউসুফ, সাধারণ সম্পাদক মোঃ বেলাল, ৪০ নম্বর দক্ষিণ সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি মোঃ নুরুল আলম, সাধারণ সম্পাদক জয়নাল আবদিন। ৪০ নম্বর পশ্চিম সাংগঠনিক ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন,।৪০ নম্বর উত্তর সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি সৈয়দ হামিদুল ইসলাম,চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক উত্তম শীল,পতেঙ্গা থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি সৈকত মহাজন সাজু, ইপিজেড থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন শীলসহ কাটগড় কালী মন্দির পূজা কমিটি ও ছড়িহালদা পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.