সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তিনটি গুরুত্বপূর্ণ খাতকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) আয়োজিত বার্ষিক কাউন্সিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তবে কারও ন্যায্য অধিকার আদায়ে আন্দোলনে যেতে হবে না। সবার প্রাপ্য তার হাতে পৌঁছে যাবে ইনসাফের ভিত্তিতে।’
তিনি জানান, তাদের দলীয় কর্মপরিকল্পনায় তিনটি অঙ্গীকার থাকবে প্রধান।
প্রথমত, দেশের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার। এ বিষয়ে তিনি বলেন, ‘যে শিক্ষা অনৈতিকতা তৈরি করে, মানুষকে দুর্নীতিবাজ বানায়, মানুষকে ইতর প্রাণী বানায় সেই শিক্ষা আমরা দেবো না। যে শিক্ষা মানুষকে মানুষ বানায়, মানুষকে সম্মান করতে শেখায় সেই শিক্ষাই আমরা আমাদের ছেলে-মেয়েদের হাতে তুলে দেবো।’
তিনি আরও বলেন, আমার মেরুদণ্ড নেই তো দাঁড়াব কীভাবে, বসব কীভাবে, মেরুদণ্ড ছাড়া তো আমি ফুটবল হয়ে যাব। প্রথমে মেরুদণ্ডেই চিকিৎসার জন্য হাত দিতে হবে। তাই এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই, যা মানুষকে সৎ, নৈতিক এবং মানবিক গুণে গুণান্বিত করে তোলে।
দ্বিতীয় অঙ্গীকার হিসেবে তিনি বলেন, ‘শুধু ডিগ্রির ভিত্তিতে এই কল্যাণ রাষ্ট্রে কারও মর্যাদা র্নিধারণ হবে না। কাজের ভিত্তিতে মর্যাদা নির্ধারণ করা হবে। ’
তৃতীয় প্রতিশ্রুতির কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, দুর্নীতির জোয়ার কেটে দিবো। এ কথা শুনে অনেকের বুকে ধড়ফড় শুরু হয়েছে। অনেকেই তো আবার চলেনই এগুলো দিয়ে। যে সার্ভিসের ডেপ্থ এবং ওয়েট যত সেই সার্ভিসের বেতন কাঠামো সেইভাবে করতে হবে বলেও জানান তিনি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.