স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রীজ এলাকা থেকে বুধবার রাতের পৌনে দশটার দিকে দুলাল পাল নামে এক স্বর্ন ব্যাবসায়ীকে কুপিয়ে ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। ওই স্বর্ন ব্যাবসায়ী কালিয়াকৈর বাজারের গ্রামীণ জুয়েলার্সের স্বত্বাধিকারী।
পুলিশ সূত্র জানায় রাতের পোনে দশটার দিকে দোকান বন্ধ করে বাসার দিকে যাচ্ছিলেন ওই স্বর্ণ ব্যবসায়ী । পথিমধ্যে কালিয়াকৈর টূ মাওনা আঞ্চলিক সড়কের চাপাইর ব্রীজের উত্তর পাশে পৌছালে কয়েকজন ছিনতাইকারী তার গতিরোধ করে দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে ৮ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে।
এসময় স্বর্ণ ব্যবসায়ীর চিৎকারে আশেপাশে লোকজন ছুটে আসলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন স্বর্ণ ব্যবসায়িক কে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অতি দ্রুতই ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.