নুরুল ফেরদৌস, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে। এর মাধ্যমে মাত্র ১২০ টাকা সরকারি ফি জমা দিয়েই বাংলাদেশ পুলিশের চাকরি পেলেন ১৭ জন নারী-পুরুষ।
“সেবার ব্রতে চাকরি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে জুন-২০২৫ এর টিআরসি নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়।
শুক্রবার রাতে লালমনিরহাট পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সভাপতি, পুলিশ সুপার তরিকুল ইসলাম মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
ফলাফল ঘোষণার পর প্রাথমিকভাবে নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় অনেকে আবেগে অশ্রুসিক্ত হয়ে পুলিশে যোগদানের অনুভূতি ব্যক্ত করেন।
পুলিশ সুপার নির্বাচিত প্রার্থীদের উদ্দেশে বলেন, সততা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে তারা যেন বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।
লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, অত্যন্ত কঠিন প্রতিযোগিতামূলক, তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ, জুন-২০২৫-এর কার্যক্রম সম্পন্ন হয়েছে। সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ ও নিয়োগ কার্যক্রমে নিয়োজিত পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.