সংবাদের আলো ডেস্ক: নির্বাচনে কারচুপি ও পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমের কাছে তিনি এই অভিযোগ করে বলেন, ‘আজ আমরা কোন অভিযোগ করতে চাইনি, আমরা আনন্দ উদযাপন করতে চেয়েছি। কিন্তু ইতোমধ্যেই রোকেয়া হল সম্পর্কে আমাদের কাছে অভিযোগ এসেছে। আমি হলের ভেতরে রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করেছি এবং সেই ঘটনার সত্যতা পেয়েছি।’
আবিদ আরও বলেন, ‘একজন শিক্ষার্থী অভিযোগ করেছেন— তাকে যে ব্যালট দেয়া হয় সেখানে সাদিক এবং ফরহাদের নামের পাশে আগে থেকেই ক্রস চিহ্ন দেয়া আছে। যেটা বর্তমান নতুন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অশনি সংকেত। আমি দ্রুত ভোটকেন্দ্রে প্রবেশ করি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর ব্যাখ্যা চাই।’ এ সময়, ঘটনার সত্যতা আছে উল্লেখ করে যথাযথ তদন্তের আহ্বানও জানান। সেইসাথে, অনাবাসিক শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের কথাও উল্লেখ করেন তিনি।
এর আগে, দুপুরে ছাত্রদলের বিরুদ্ধে কাল্পনিকভাবে অভিযোগ দেয়া হচ্ছে এবং নির্বাচনকে বিতর্কিত করতেই এই ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে সাংবাদিকদের জানান এই ভিপি প্রার্থী।
উল্লেখ্য, এবার ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। মোট ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে একযোগে ভোট অনুষ্ঠিত হচ্ছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.