উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জে বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে মারধর করে থানায় সোপর্দের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তার বাড়ি ঘেরাও করে গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে। পরে দুপুরের দিকে হিন্দু সম্প্রদায়ের ওই যুবককে আসামি করে বেলকুচি থানায় একটি মামলা হয়। পুলিশ যুবককে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার বাদী খোকন শেখ নামে এক ভ্যানচালক। এজাহারে তিনি বলেন, ‘বুধবার রাতে ওই যুবক আমার ভ্যানে করে বাড়িতে যাচ্ছিলেন। কথাবলার একপর্যায়ে তিনি আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেন। কটূক্তি শোনার পর আমি তাৎক্ষণিক ভ্যান থামিয়ে তাকে সতর্ক করি। পরে আমাদের শোরগোল শুনে আশেপাশের লোক ঘটনাস্থলে চলে আসে। এরপর সকালে স্থানীয়দের সঙ্গে আলোচনা শেষে দুপুরে বেলকুচি থানায় মামলা দায়ের করি।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় স্থানীয়রা এক যুবককে ধরে গণপিটুনি দিয়ে থানায় দিয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। এক ভ্যানচালক মামলাটি করেছেন।’ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে ওই যুবকের বাড়িতে পুলিশ পাহারা দেখা যাচ্ছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.