
সংবাদের আলো ডেস্ক: দীর্ঘ প্রায় এক দশকেরও বেশি সময় ধরে রাজনৈতিক অস্থিরতা ও উত্তেজনার কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে আর কোনো দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল এখন কেবল আইসিসির আয়োজিত আন্তর্জাতিক টুর্নামেন্টেই একে অপরের মুখোমুখি হয়।
সবশেষ ২০১৩ সালে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়। এরপর বিভিন্ন সময়ে চেষ্টা করা হলেও দুই দেশের সম্পর্কের জটিলতার কারণে সিরিজ আয়োজন সম্ভব হয়নি। বিশেষ করে কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার পর ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয় সাফ জানিয়ে দেয়, পাকিস্তানের সঙ্গে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেবে না ভারত। তবে আইসিসির টুর্নামেন্টে মুখোমুখি হলে তাতে আপত্তি নেই।
এই প্রেক্ষাপটে এবার কড়া ভাষায় প্রতিক্রিয়া দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান সভাপতি মহসিন নাকভি। রোববার (২৪ আগস্ট) লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করতে গিয়ে আমরা আর কোনো ছাড় দেব না। ভবিষ্যতে সিরিজ আয়োজনের জন্য অনুরোধও করা হবে না।
নাকভি আরও বলেন, ‘যদি কখনও আলোচনা হয়, তা হবে সমান মর্যাদার ভিত্তিতে। পাকিস্তান আর কখনোই দুর্বল অবস্থান থেকে আলোচনায় বসবে না। যা কিছু হবে, তা হবে সম্মান এবং সমতার ওপর ভিত্তি করেই।’
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.