উজ্জ্বল অধিকারী: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ও ডিপিপি অনুমোদনের দাবিতে প্রায় দেড় ঘন্টা মহাসড়ক অবরোধের পর প্রত্যাহার করে নিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় দাবী আদায়ে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়।
এর ফলে যমুনা সেতু দিয়ে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহন চলাচল বন্ধ হয়েছে। এতে সেতুর উভয় প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। পরে ১টা ১০ মিনিটে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। যমুনা সেতু সুত্রে জানা যায়, যমুনা সেতু দিয়ে প্রতিদিন রাজশাহী ও রংপুর বিভিগের ১৮ জেলার ১৮-২০ হাজার যানবাহন পারাপার হয়ে থাকে।
তবে এই মহাসড়ক ব্লকডের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েন। একই দাবীতে গতকাল ১৩ আগস্ট সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৬ ঘন্টা ট্রেন অবরোধ করে শিক্ষার্থীরা। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জনগনের দুর্ভোগের কথা চিন্তা করে আমি শিক্ষার্থী এবং বিভিন্ন জায়গায় কথা বলেছি। রেলপথ যেন ব্লকেড না করা হয় এজন্য শিক্ষার্থীদের অনুরোধ করেছিলাম।
তারা আমার কথা শুনেছেন। আমি সব সময় যোগাযোগ রাখছি। সামনে একনেকের সভায় এবিষয়ে এজেন্ডা আছে। আশা করি সমাধান হয়ে যাবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.