
আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর প্রতিনিধি: যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবলের শক্তিকে কাজে লাগিয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গার পানাইল যুবসমাজ। তাদের আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে দর্শকে ঠাসা পানাইল ইউনাইটেড একাডেমি স্কুলমাঠ। বৃহস্পতিবার (৭ আগস্ট) অনুষ্ঠিত এই খেলায় শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ছত্রকান্দা ফুটবল একাদশকে ৫-৪ গোলে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আলফাডাঙ্গা ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল।
এই টুর্নামেন্টের মূল লক্ষ্য তরুণদের খেলাধুলায় আগ্রহী করে মাদকের অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনা। পানাইল যুবসমাজের রাকিবুল ইসলাম ও নয়ন শেখ বলেন, "খেলাধুলা তরুণদের সুস্থ ও সুন্দর জীবন বেছে নিতে সাহায্য করবে।" আগামী ৯ আগস্ট, শনিবার শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে স্বাগতিক পানাইল ফুটবল একাদশের মুখোমুখি হবে আলফাডাঙ্গা ফুটবল একাদশ। ফাইনাল নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.