সংবাদের আলো ডেস্ক: জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় দলটির মগবাজার আল-ফালাহ মিলনায়তনে এই প্রতিক্রিয়া জানানো হবে।
বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি জানান, বুধবার দুপুর ১২টায় মগবাজার আল-ফালাহ মিলনায়তনে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে তুলে ধরা হবে, ইনশাআল্লাহ।
এর আগে গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘৩৬ জুলাই উদযাপন’ শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন। এরপর এদিন ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাত ৮টা ২০ মিনিটে তিনি ভাষণ দেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.