
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি প্লাস্টিকের গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।এতে প্রায় ৩২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন গোডাউনের মালিক। ঘটনাটি গভীর রাতে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের রামগোবিন্দেরগাঁও এলাকায়।
আগুনে গোডাউনে থাকা বিপুল পরিমাণ প্লাস্টিক,তিনটি সেলাই মেশিন,তিনটি সিলিং ফ্যান, একটি আইপিএস ও বিভিন্ন আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে যায়। ভুক্তভোগী মোক্তার হোসেন জানান,প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে তিনি গোডাউনে তালা লাগিয়ে বাড়ি ফেরেন।
মধ্যরাতে স্থানীয় মসজিদের মাইকিংয়ের মাধ্যমে তিনি জানতে পারেন তার গোডাউনে আগুন লেগেছে।সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং দেখতে পান স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করছেন। পরে খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।কিন্তু ততক্ষণে পুরো গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। অভিযোগে বলা হয়েছে,পরদিন বৃহস্পতিবার সকালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গোডাউনে আগুন লাগানোর ঘটনার সঙ্গে আনিছ (৩০), পিরোজপুর ইউনিয়নের তাতুয়াকান্দি এলাকার জহিরুলের ছেলে,জড়িত বলে শনাক্ত করা হয়।
ঘটনার সময় আনিছের সঙ্গে আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি ছিল। এ ঘটনায় গোডাউন মালিক মোক্তার হোসেন সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাসেদুল ইসলাম খান জানান, অভিযোগ পেয়েছি, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়ভাবে এই ঘটনা নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.