আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় উন্মুক্ত লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচি'র ডিলার নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১জুলাই) বিকাল তিনটায় উপজেলা মিনি কনফারেন্স হল রুমে সরকারের বিধি মোতাবেক আলফাডাঙ্গা উপজেলায় ৬(ছয়)টি ইউনিয়নে অনুমোদিত ১২(বারো)টি বিক্রয় কেন্দ্রের আবেদনকারীদের আবেদন যাচাই বাছাই ও স্বরজমিনে পরিদর্শন শেষে প্রার্থীদের যোগ্যতা বিবেচনায় নিয়ম নীতিমালার আলোকে উপজেলা খাদ্যবান্ধব কমিটির সুপারিশক্রমে (তেইশ) জন যোগ্য প্রার্থীদের তালিকা অনুসারে এই উন্মুক্ত লটারীর আয়োজন করে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসেল ইকবাল,
উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি উপজেলা খাদ্যবান্ধব কমিটি। সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন, ধনঞ্জয় বিশ্বাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক(চ:দা:) খাদ্যবান্ধব কমিটি।
এ খাদ্য বান্ধব কমিটির অন্যান্য সদস্যরা হলেন,
আলমগীর কবির ও আরিফুজ্জামান চাকলাদার, সভাপতি (প্রেসক্লাবের পক্ষ থেকে যৌথভাবে)
মোহাঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক কর্মকর্তা, পরিসংখান কর্মকর্তা, ঝুমুর সরকার, সমাজ সেবা কর্মকর্তা। তুষার সাহা, উপজেলা কৃষি অফিসার।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) এ,কে,এম রায়হানুলর রহমান, প্রকৌশলী মোঃ রাহাত ইসলাম, থানার সেকেন্ড অফিসার এসআই মো: লিয়াকত হোসেন, উপজেল বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাবেক সদস্য সচিব নূর জামাল খসরু, সাবেক সাংগঠনিক সম্পারক এসএম খোসবুর রহমান খোকন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সূধী সমাজের নেতৃবৃন্দ।
উন্মুক্ত এ লটারীর মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচি আওতায় এ ডিলার নিয়োগে নিরপেক্ষতার স্বাক্ষর স্থাপন করায়উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল কে সাধুবাদ ও অভিনন্দন জানিয়েছেন সুশীল সমাজ ও সকল শ্রেণী পেশার সর্বোস্তরের আপামর জনসাধারণ।
উক্ত উন্মুক্ত লটারীতে আলফাডাঙ্গা সদর ইউনিয়নে যারা ডিলার নির্বাচিত হলেন-
মহিষারঘোপ বাজারে, মো. দাউদ মোল্যা গোপালপুর ইউনিয়নে যারা ডিলার নির্বাচিত হলেন- গোপালপুর বাজারে যোগ্য প্রার্থী না থাকায় ওখান ডিলার নিয়োগ স্থগিত করা হয়েছে।
কুচিয়াগ্রাম বাজারে, মো. অনিক শেখ, বানা ইউনিয়নে যারা ডিলার নির্বাচিত হলেন-
বানা বাজারে, হাদী জিয়াউর রহমান শিরগ্রাম বাজারে, মো. হিমায়েত হোসেন বুড়াইচ ইউনিয়নে যারা ডিলার নির্বাচিত হলেন- হেলেঞ্চা বাজারে, মো: আব্দুস সামাদ ফলিয়া বাজারে, ইমরুল হোসেন শৈলমারী বাজারে,মো: মনিরুজ্জামান পাঁচুড়িয়া ইউনিয়নে যারা ডিলার নির্বাচিত হলেন- বেড়িরহাট বাজার, মোঃ শাহাজাহান সরদার ভাটপাড়া বাজার, মো. সোহেল শিকদার টগরবন্দ ইউনিয়নে যারা ডিলার নির্বাচিত হলেন- পানাইল বাজার, মো. আকিকুল ইসলাম মালা বাজারে, দেলোয়ার শরীফ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.