
সঞ্জিত চক্রবর্তী, পাবনা প্রতিনিধি: "খেলাধুলা শিক্ষার অপরিহার্য, খেলাধুলার মুল উদ্দেশ্য বিজয় নয় অংশগ্রহণ" এই শ্লোগানে চাটমোহর উপজেলার রেলবাজারে ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে রাত্রিকালীন সর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) রাত ৮টায় মূলগ্রাম ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনাড়ম্বর এক আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় টচে জিতে রেলবাজার রয়্যালস প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাড়ায় ১১৩ রান।
জবাবে প্রতিপক্ষ সিকদার ব্রাদার্স ব্যাট করতে নেমে ১০ ওভারে ১০৯ রান করতে সক্ষম হয়। রেলবাজার রয়্যালস ৫ রানে বিজয় অর্জন করে চ্যাম্পিয়ন হয়। ব্যাট হাতে ২৩ রান ও ৩ উইকেট নেওয়ায় ম্যাচ সেরা পুরস্কার পান রেলবাজার রয়্যালস'র সজিব সিংহ। টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। উক্ত খেলায় বিশিষ্ট ব্যবসায়ী মো. রাজিব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো।
এসময় সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাস, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো মোন্তাজ আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি লিটন বিশ্বাস, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রেজা, চ্যানেল ২৪ পাবনা জেলা প্রতিনিধি শাহীন রহমান, বিএনপি নেতা শওকত আকবর, হারুন বিশ্বাস, শিক্ষক আমজাদ হোসেন, সেফস্টার ক্লাবের সাধারণ সম্পাদক মহি উদ্দিন মিঠু, যুবদল নেতা উজ্জ্বল শেখ, লোটাস বিশ্বাস, ছাত্রনেতা সাজ্জাদ আহমেদ। খেলা পরিচালনায় ছিলেন, সামিউল ইসলাম ও অন্তর হোসেন। ফাইনাল খেলাটি দেখতে বিপুল সংখ্যক দর্শক সেখানে উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.