আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সদরে স্বাধীনতা কমপ্লেক্সে শুক্রবার (২৫ জুলাই) মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় হতাহতদের উৎসর্গ করে এক মিনিট নীরবতা ও দোয়া অনুষ্ঠানের পর বৈকালের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক মির্জা মহীউদ্দীন আহমেদ'র সভাপতিত্বে এবং হারুন অর রশিদের সঞ্চালনায় অতিথি ছিলেন কবি, বীর মুক্তিযোদ্ধা হামিদুল আলতাফ, অধ্যাপক শাজু রহমান , ডাক্তার শহিদুর রহমান শাহিন, অধ্যাপক আখতার হোসেন খান, কবি সাইফুল ইসলাম, চাঁন মাহমুদ, এম. কে হাতেম, লিমা রহমান, হালিমা খাতুন, আনোয়ার হোসেন খান, শাহরিয়ার সুমন, আরিফ রহমান প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.