
জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলা প্রশাসনে আয়োজনে অনুষ্ঠিতব্য সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর খেলার নিয়ম ও নির্দেশানবলী খসড়া বাইলজ (Bye-Laws) প্রণয়ন করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকালে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ নুরে এলাহীর সভাপতিত্বে ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের খসড়া বাইলজ প্রণয়নের জন্য একসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান এবং প্রাক্তন ফুটবল খেলোয়াড় মাহমুদুল আলম খোকন।
সভায় ২১ বিধি সম্বলিত ডিসিকাপ ফুটবল টূর্নামেন্টের বাইলজ প্রণয়ন করা হয়, যা ডিসিকাপ ফুটবল টূর্নামেন্ট কমিটির নিকট চুড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান এই সব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন আগামী সেপ্টেম্বর ২০২৫ তারিখের প্রথম সপ্তাহের যে কোন দিন দুপুর তিনটার সময় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামন্টের পর্দা উঠবে।
সিরাজগঞ্জ জেলার নয়টি উপজেলা ও সদর পৌরসভা নিয়ে মোট ১০টি দল নকআউট পদ্ধতিতে ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিবে। সিরাজগঞ্জ সদর উপজেলার খেলোয়াড়েরা সিরাজগঞ্জ সদর উপজেলা ও সদর পৌরসভার ফুটবল দলে নাম রেজিষ্ট্রেশন করে খেলতে পারবেন। অন্য উপজেলা ফুটবল খেলোয়াড়রা তাদের স্ব-স্ব উপজেলা ফুটবল দলের নাম রেজিষ্ট্রেশন করে খেলতে পারবেন। প্রতিটি দলে স্থানীয় সর্বোচ্চ ২০ জন খেলোয়াড়ের রেজিষ্ট্রেশন করতে পারবেন এবং প্রতিটি দলে পাঁচজন করে বহিরাগত ফুটবল খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.