সংবাদের আলো ডেস্ক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ঘটনাস্থলে ছুটে গেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী সংগঠনের নেতারা। প্রাণহানির এই মর্মান্তিক ঘটনার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতারা সরেজমিন পরিদর্শন করেন।
সোমবার (২১ জুলাই) দুপুরের ওই দুর্ঘটনার পর বিকেলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে উপস্থিত হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ দলের কেন্দ্রীয় নেতারা।
এদিকে দুর্ঘটনায় আহতদের খোঁজখবর নিতে সন্ধ্যার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, দুর্ঘটনার পর থেকেই দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.