সুবীর দাস, নওগাঁ প্রতিনিধি: আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল করেছেন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোখতার হোসাইন বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রে কোনো লাভ হবে না, কারণ শুধু বাংলাদেশ নয়, বিশ্ব দরবারেও তিনি একজন খ্যাতিমান রাজনীতিবিদ, দেশনায়ক।” মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ ও অপপ্রচার চালানো হচ্ছে, তার প্রতিবাদে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজনে আবারো রাজপথে নামা হবে। সব ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র কঠিনভাবে প্রতিহত করতে হবে।”
“রাজনৈতিক দল হিসেবে সম্প্রতি রাজধানী ঢাকার মিটফোর্ড এলাকায় সংঘটিত লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ডে বিএনপি তীব্র নিন্দা, প্রতিবাদ ও দৃষ্টামূলক শাস্তি দাবি করেছে। এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ সংশ্লিষ্টতা বা উপস্থিতির প্রমাণ না থাকা সত্ত্বেও ঘটনার সঙ্গে জড়িত বলে যাদের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলার আলোকে আজীবন বহিষ্কারের মতো সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
তিনি আরো বলেন, “কোনো উসকানির মুখে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। আমাদের চেয়ারপারসন ও গণতন্ত্রের বিরুদ্ধে সমস্ত অপপ্রচার-ষড়যন্ত্র আমরা সামাল দিতে পারব। কারণ, জনগণ তো আমাদের সঙ্গে আছে। ওরা ভয় পাচ্ছে। জনগণ যদি তাদের সঙ্গে থাকত, তাহলে ওরা কোনোদিনই নির্বাচন পেছানোর কথা বলত না, পিআরের কথা বলত না। একটা ধোঁয়াশা তৈরি করে, পানি ঘোলা করে, তারা মাছ শিকারের চেষ্টা করছে।”
ষড়যন্ত্রকারীরা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়- এমন অভিযোগ তুলে তিনি বলেন, “চক্রান্তকারীরা চেষ্টা করছে মানুষ ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে। অশ্লীল ভাষায় আমার নেতা তারেক রহমান সম্পর্কে তারা কথা বলেছে, স্লোগান দিয়েছে। তারা ভেবেছিল, কথাগুলো বললে, স্লোগান দিলে বিএনপি বোধহয় ঘরের মধ্যে ঢুকে যাবে। বিএনপি বারবার সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে, সমস্ত আঘাত প্রতিহত করে উঠে দাঁড়িয়েছে। বিএনপি হচ্ছে ফিনিক্স পাখির দল।”
এসময় নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শফিউল আজম টুটুল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরুজ্জামান কামালসহ জেলার নেতৃবৃন্দ ও বিভিন্ন থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.