আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদক সম্রাট শিপন মোল্যা শিবু(৩২)কে গ্রেপ্তার করেছেন যৌথবাহিনী। পরে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে আলফাডাঙ্গা থানায় মামলা করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। মাদকসম্রাট শিবু আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রামের মুনজুর মোল্যার ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী ক্যাম্পের সেনাবাহিনী একটি চৌকস টিম ও আলফাডাঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টার দিকে সদর ইউনিয়নের জাটিগ্রাম বাজার সংলগ্ন বটতলা মন্দির সংলগ্ন এলাকা থেকে শিপন মোল্যাকে গ্রেপ্তার করেন । এ সময় তার নিকট থেকে ১৫ পিস ইয়াবা, ৪০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সে দীর্ঘদিন ধরে আলফাডাঙ্গা ও কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রয় করে যুব সমাজকে ধ্বংস করে আসছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। আরো জানা যায়, শিপন মোল্লা মাদক ব্যবসার পাশাপাশি একজন পেশাদার চোর বলেও জানা যায়।
ইতিপূর্বে তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক ও চুরির মামলা রয়েছে। এ বিষয়ে আলফাডাঙ্গার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলম বলেন, যৌথবাহিনীর অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.