
আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলাধীন গরানিয়া ঈদগাহ ময়দানের পশ্চিম পাশে যাতায়াতের সরকারি রাস্তার উপর টয়লেট নির্মাণের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর আজ রবিবার (২৯ জুন) লিখিত অভিযোগ করেছেন একই গ্রামের মো: ফায়েজ আলম এর ছেলে মো: জাকির হোসেন।
সরজমিনে গিয়ে ও বাদীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গরানিয়া গ্রামের মৃত ওয়াজেদ মোল্লার ছেলে মো: নাদের মোল্লা ২৯ জুন রবিবার তার বাড়ীর পূর্ব পাশে সরকারি রাস্তা এবং একদম সাথে মিশিয়ে ঈদগাহ ময়দান অবস্থিত।
এ সরকারি রাস্তা দিয়ে গ্রামের দক্ষিণ পার্শ্বের শতশত লোকের চলাফেরার এক মাত্র রাস্তা।
এ রাস্তা দিয়েই ঈদগাহ ও মসজিদে যাতায়াতের সরকারি রাস্তা টি জুড়ে অভিযুক্ত নাদের মোল্লা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের শত বাঁধাকে উপেক্ষা করে জোর পূর্বক পাকা স্থাপনা নির্মাণ করছেন।
তিনি কৌশল গত ভাবে টিনের বাউন্ডারি দিয়ে ঘিরে রেখে এ পাকা স্থাপনা তৈরী করছেন।
এ বিষয়ে গ্রামের ওবায়দুর রহমান নামে জমি মাপের আমীন বলেন ইতিপূর্বেও ৮/১০ বার আমরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলেমিশে এই ঈদগাহের জমি, রাস্তা ও নাদের মোল্লার বাড়ীর জমি মাপঝোঁক করেছি তাতে দেখা গিয়েছে ঈদগাহের পশ্চিমে প্রায় ১৭ ফুট সরকারি রাস্তা রয়েছে যেটা নাদের মোল্লার বিল্ডিং এর পূর্ব সাইড অনেকটাই সরকারি রাস্তা উপর জড়িয়ে গিয়েছে এরপরেও তিনি আবার পাকা টয়লেট নির্মাণ করে তিনি অন্যায় ও অনিয়ম করছেন।
আমরা স্থানীয় জনসাধারণ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বিনয়ের সহিত অনুরোধ করছি এ ধর্মীয় প্রতিষ্ঠানের ও এলাকার জনসাধারণের সুবিধার জন্য বিষয়টি সমাধান হওয়া এ এলাকার জনসাধারণের দীর্ঘদিনের প্রাণের দাবি।
এ বিষয়ে অভিযুক্ত নাদের মোল্লা বলেন, এ রাস্তার দক্ষিণে অনেকেই সরকারি জায়গা দখল করে আছে সে ক্ষেত্রে আমিও যদি সরকারি রাস্তার উপর টয়লেট নির্মাণ করে থাকি তাহলে মাপঝোঁক করে যদি বেঁধে যায় তাহলে সেটি আমি ভেঙ্গে দিব বলে তিনি জানান।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.